বাংলাদেশ এখনো বিপদমুক্ত নয়: ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, '২১শে আগস্টের খুনিদের আড়াল করা এবং খুনিদের পক্ষে সাফাই গাওয়ার অপচেষ্টা চলছে। তাই বাংলাদেশ এখনো বিপদমুক্ত নয়।'

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'মহাজোটের ঐক্যের কারণে বিএনপি-জামায়াত জঙ্গিরা কোণঠাসা হয়েছে, কিন্তু এখনো খুনি-জঙ্গি রক্ষার রাজনীতি অনেকে পরিত্যাগ করেনি এবং রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করেনি।'

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ জাসদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন