কুষ্টিয়ায় ভুয়া বিয়ের কাজির কারাদণ্ড
কুষ্টিয়ার কুমারখালীতে জামাল আহমেদ নামের এক ভুয়া বিয়ের কাজিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।
দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজি জামাল আহমেদ কুমারখালী উপজেলার সেরকান্দি এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জামাল আহমেদ নিজেকে কাজি পরিচয় দিয়ে বাল্যবিবাহ পড়াতো। ভুয়া সাক্ষী হাজির করত। এদিন বিয়ের শিকার বর-কনের তথ্যানুযায়ী তাকে ভুয়া কাগজপত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারা মতে বাল্যবিবাহ পরিচালনা করার অপরাধে এই ভুয়া কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া
প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে তাদের বাবা মায়ের কাছে রাখা হয়।