কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় অনিক ইসলাম (২৫) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ভেড়ামারা শহরের ডাকবাংলো-বাবর আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত অনিক ইসলাম ভেড়ামারা উপজেলার কোদালিয়াপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি বাবর আলী সুপার মার্কেটের আমীন গার্মেন্টেসে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এসএম আল বেরুনী জানান,
প্রতিদিনের মতো দোকানে কাজ করছিলেন অনিক ইসলাম। বিকেলের দিকে ৫-৬ জন যুবক এসে অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিতে বললেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাজারের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দ্রুত আসামিদের আটক করা হবে।