দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, ছবি: সংগৃহীত

তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, ছবি: সংগৃহীত

পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বরগুনা সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পি পি) আক্তারুজ্জামান বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে স'মিল করে ব্যবসা করার অভিযোগে তালতলীর তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মিন্টু।

বিজ্ঞাপন

গতকাল সোমবার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মনিরুজ্জামান মিন্টু। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরগুনার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে স'মিল তৈরি করে ব্যবসা করার অভিযোগে মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। এ মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মিন্টু। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের সার্টিফাইড কপি পাওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর আমরা মেয়রের জামিনের জন্য আবার উচ্চ আদালতে যাব।’