বরগুনায় পানিবন্দি ৪০ পরিবারের ২০০ মানুষ
বরগুনার সদর উপজেলার অনিন্দিতা আশ্রয়ণের ৪০টি পরিবারের পানিবন্দি হয়ে আছে। পায়রা নদীর বেড়িবাঁধ অবৈধভাবে কেটে ফেলার ফলে ২০০ মানুষ পানিবন্দি হয়ে আছেন।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর পায়রা নদী পাড়ের বেড়িবাঁধের উপরে সিইআইপি-০১ প্রকল্পের আওতায় চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিকো স্লুইজ নির্মানে চার'শ ফুট বেড়িবাঁধ কেটে ফেলে। এতে বেড়িবাঁধ সংলগ্ন অনিন্দিতা আশ্রয়ণ প্রকল্পে জোয়ারের পানিতে ৪০টি পরিবারের প্রায় ২০০ মানুষ প্রতিনিয়ত জোয়ারের পানিতে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। আশ্রয়ণ সংলগ্ন বাঁধ না থাকায় পায়রা নদীর জোয়ারের পানিতে আশ্রয়ণের ঘরগুলো মেঝে পর্যন্ত তলিয়ে যায়। এ অবস্থায় শিশুসহ নারী পুরুষ সবাই পানিবন্দি হয়ে আছেন।
এদিকে বেড়িবাঁধ কেটে মাটি দ্বারা স্লুইজের পাশের প্রাচীর ভরাট দিয়েছেন চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিকো যার কারণে জোয়ারের পানি নদীতে যেতে পারে না।
আশ্রয়ণের বাসিন্দা কহিনুর বেগম জানান, পায়রা নদীর পানিতে আমরা ভাসছি। ছোট বাচ্চাদের কোলে নিয়ে দাঁড়িয়ে রাত কাটাই। ঘরে পানি ওঠায় বসার জায়গাটুকু পর্যন্ত থাকেনা। বাথরুম, পাকঘর পানিতে তলিয়ে যায়। হাঁস, মুরগী, গরু, ছাগল কোথায় রাখবো? আশ্রয়ণের চারদিকে শুধু পানি। আমরা গরীব, তাই আমাদের দুঃখ দুর্দশা কারও চোখে পড়েনা।
অনিন্দিতা আশ্রয়ণ প্রকল্পের সভাপতি সেলিম মিয়া বলেন, চায়নার সিকো কোম্পানি আশ্রয়ণ সংলগ্ন বেড়িবাঁধ কেটে ফেলায় জোয়ারের পানিতে আশ্রয়ণ সম্পূর্ণ তলিয়ে যায়। আমরা সমবায় সমিতি লি: এর আওতায় সকল সদস্যরা চাঁদা তুলে আশ্রয়ণের একটি পুকুরে মাছের চাষ করি। সেই পুকুরের সব মাছ জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। টয়লেট অকেজো, মহিলারা টয়লেটে যেতে পারছেনা। প্রতি জোয়ারে পাকঘর পানিতে তলিয়ে গেলে রান্না বন্ধ হয়ে যায়। কি খেয়ে আমরা বাঁচবো?
এ বিষয়ে সিইআইপি-০১ প্রকল্পের সিএসই গিয়াস উদ্দিন জানান, বিষয়টি আমার কাছে জানানোর পরে ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে, ওখানের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি নিরসন করবে। খুব দ্রুত আশ্রয়ণ প্রকল্পের সকল পরিবার সুন্দর পরিবেশে থাকতে পারবে।