নেত্রকোনায় ডেঙ্গুতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১৯ আগস্ট) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

মৃত আনোয়ার হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকার বনশ্রীতে একটি মাদরাসায় বাবুর্চির কাজ করতেন।

আনোয়ার হোসেনের ছেলে তুহিন আহমেদ বলেন, ‘ঢাকায় থাকতে বাবার জ্বর হয়। পরে গত ৮ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। পরে ঈদের আগের দিন ১১ আগস্ট জ্বরের তীব্রতা বেড়ে গেলে প্রথমে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই সময় আমরা জানতে পারি বাবার ডেঙ্গু জ্বর হয়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান।’

তুহিন আরও বলেন, ‘বাবার উপার্জিত অর্থেই সংসার চলত। বাবার মৃত্যুতে এখন আমরা খুবই অসহায় হয়ে পড়েছি।’

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিনিয়ত ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করছি। পাশাপাশি পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।’