ছুটি শেষে চালু বুড়িমারী স্থলবন্দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

বুড়ীমারী স্থলবন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বুড়ীমারী স্থলবন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে টানা আটদিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার পর স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারে ঈদের ছুটিতেও বন্দর স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

রোববার (১৮ আগস্ট) সকাল ১০ টায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল এ তথ্য বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, উভয় দেশের যৌথ সিদ্ধান্তে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্দর ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও রোববার সকালে স্থলবন্দরের কার্যক্রম চালু করা হয়েছে। এর আগে শুক্রবার (৯ আগস্ট) থেকে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানি বন্ধ করা হয়।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। যে কারণে পাসপোর্টধারী যাত্রীরা অনেকেই ভারতে ঘুরতে গেছেন। ভ্রমণ শেষে তারা দেশে ফিরতে শুরু করেছেন।’