কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ আটককৃত তিন যুবক, ছবি: সংগৃহীত

ইয়াবাসহ আটককৃত তিন যুবক, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ আগস্ট) বিকেলে খোকসা থানা উপজেলার ধোকড়াকোল কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজান চর এলাকার
মোসলেম শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩২), খোকসার দক্ষিণ আমবাড়ীয়া এলাকার আক্কাচ মোল্যার ছেলে মো. সেলিম রানা (২৪) ও খোকসার সেনগ্রাম এলাকার মৃত আবু বক্করের ছেলে মো. আল আমিন (১৮)।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো আননূর যাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা উপজেলার ধোকড়াকোল কলেজ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদকের কেনাবেচা করে আসছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে খোকসা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।