কুষ্টিয়ায় বাস উল্টে নারীর মৃত্যু, আহত ১৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত বাস বাস থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্ঘটনা কবলিত বাস বাস থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই হোসনেয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১৫ যাত্রী।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের আমবাড়িয়া ইউনিয়নের বালুচর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হোসনেয়ারা বেগম জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।

কুষ্টিয়ায় বাস উল্টে নারীর মৃত্যু, আহত ১৫

বিজ্ঞাপন

মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বালুচর মোড় নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসে থাকা ওই নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ওই নারী ও আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।