বরগুনায় জেলেদের বরাদ্দের চাল আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে জেলেদের জন্য বিশেষ বরাদ্দের ১০ বস্তা চাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার নিদ্রা বাজারের আবু হানিফের দোকান থেকে এ চাল আটক করেন চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার।

চাল আটকের বিষয়টি শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টায় নিশ্চত করেছেন তালতলী ‍উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অফিসার সঞ্জয় কুমার দাস।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারের আবু হানিফ তার মুদি দোকানে জেলেদের বিশেষ বরাদ্দের চাল খোলা বাজারে বিক্রি করছেন- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ট্যাগ অফিসার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস ও ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী গিয়ে আবু হানিফের দোকান থেকে জেলেদের বিশেষ বরাদ্দের চাল জব্দ করেন।

উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, ‘এই বিশেষ বরাদ্দের চাল খোলা বাজারে বিক্রি করার কোনো অনুমতি নেই। আবু হানিফের দোকান থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন