৪৪তম শাহাদাত বার্ষিকীতে ৪২তম বার্ষিকীর ব্যানার!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

দুই বছর আগের ব্যানার নিয়ে শোভাযাত্রা করে তালতলী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা/ ছবি: সংগৃহীত

দুই বছর আগের ব্যানার নিয়ে শোভাযাত্রা করে তালতলী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা/ ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর ব্যানার দিয়ে ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে তালতলী সরকারি কলেজে ৪২তম ব্যানার নিয়ে জাতীয় শোক দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা পালন করা হয়।

বিজ্ঞাপন

এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ এর প্রতিবাদ জানিয়ে বলেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি ভুল করেন, তবে অন্য সংগঠনগুলো কী করবে?

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/15/1565866192921.gif

বিজ্ঞাপন

এ বিষয়ে তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিন্দ্র নাথ হাওলাদার বলেন, ‘ব্যানারে একটু ভুল হয়েছে, পরে আমরা সংশোধনী দিয়েছি।’ এ বিষয়ে সাংবাদিকদের নিউজ না করার অনুরোধ করে বলেন, ‘আপনাদের সাথে পরে যোগাযোগ করা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপিঠের এ রকম ভুল মেনে নেওয়া যায় না।’

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ বলেন, ‘ঘটনাটি আমার নজরে এসেছে, কলেজ কর্তৃপক্ষকে ডেকেছি। এ বিষয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’