পদ্মায় স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর. কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট

কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর মাঝ পথে ১৬ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট ডুবির ঘটনা ঘটেছে।

জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে শিমুলিয়া থেকে ১৬ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট কাঁঠালবাড়ির উদ্দেশ্য রওনা দেয়। বোটটি মাঝপথে এলে প্রচণ্ড ঢেউয়ের কারণে পদ্মা নদীতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন জানান, সকালে ১৬ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট কাঁঠালবাড়ির উদ্দেশ্য রওনা দেয়। মাঝপথে বোটটি ডুবে গেলে ১৫ জন যাত্রী বিভিন্নভাবে বেঁচে যান তবে এখন পর্যন্ত ১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্বার কাজ চলছে।

আরও পড়ুন:  কাঁঠালবাড়ি ঘাটে ছুটির আমেজ

বিজ্ঞাপন