কাঁঠালবাড়ি ঘাটে ছুটির আমেজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

কোনো লঞ্চে একজন, আবার কোনো লঞ্চে পাঁচজন যাত্রী পারাপার হচ্ছেন/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কোনো লঞ্চে একজন, আবার কোনো লঞ্চে পাঁচজন যাত্রী পারাপার হচ্ছেন/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বৈরী আবহাওয়া ও ঈদের ছুটিতে ঝিমিয়ে পড়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই নৌরুটে ঈদের দিন থেকেই খুব নগন্য যাত্রী পারাপার হচ্ছে। এর পরের দিন আরও কম যাত্রী পার হচ্ছে এ ঘাট দিয়ে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে কোনো লঞ্চে একজন যাত্রী আবার কোনো লঞ্চে পাঁচজন। এভাবে আসা-যাওয়া করছে লঞ্চগুলো। মাঝে মাঝে আবার এক ট্রিপ বন্ধ রেখে পরের ট্রিপে সংযোগ হচ্ছে লঞ্চ। তবে কিছু যাত্রী জরুরি প্রয়োজনে স্পিড বোট ব্যবহার করছে। সব কিছু স্বাভাবিক চললেও যাত্রী সংখা খুব কম।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/13/1565664964580.gif

কাঠালবাড়ি ঘাটের এম ভি বেপারী লঞ্চের শ্রমিক লিয়াকত জানান, সোমবার থেকেই যাত্রী পারাপার খুব কম। তাই তারা বসে অন্য লঞ্চের শ্রমিকদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। মঙ্গলবার যাত্রী নেই বললেই চলে। দুই একদিন পর আবার হয়তো চাপ বেড়ে যাবে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটে তেমন দুর্ভোগ নেই।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন জানান, ‘মঙ্গলবার বৈরি আবহাওয়া হলেও সকল নৌযান চলাচল স্বাভাবিক। ঈদের ছুটি তো, তাই ঘাট দিয়ে কম যাত্রী পার হচ্ছে ‘