শাড়ির সঙ্গে মেহেদি-টিপ-কানের দুল পেলেন কারাবন্দীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারের কয়েদি ও হাজতি কারাবন্দী নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সকলের জন্য হাতের মেহেদি, চুড়ি, টিপ, কানের দুল, মালা, খোঁপা, নেলপলিশ, লিপস্টিক ও মাথার ব্যান্ড তুলে দেওয়া হয়।

রোববার (১১ আগস্ট) বিকেলে কারাগারে বন্দী ৩১ জন কয়েদি ও হাজতি নারীদের মাঝে শাড়ি ও এসব কসমেটিকস সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মায়েদের সঙ্গে থাকা ৬ জন শিশুদের মাঝেও নতুন পোশাক তুলে দেওয়া হয়। 'জয়িতা' মৌবনের স্বত্বাধিকারী সাফিনা আনজুম জনির অর্থায়নে এসব বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/11/1565533202803.jpg

বন্দীদের মাঝে শাড়ি ও কসমেটিকস সামগ্রী বিতরণের সময় কুষ্টিয়া জেল সুপার মো. জাকের হোসেন বলেন, 'ঈদের দিন সবাই নতুন পোশাক পরলেও বন্দীরা এ সুযোগ থেকে অনেক সময় বঞ্চিত হয়ে থাকে। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। তাই তাদের মাঝে আজ ওই সব উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমিও আনন্দিত।’

বন্দী নারীদের উদ্দেশে জেলা সুপার আরও বলেন, 'জয়িতা সাফিনা আনজুম জনির মহতী উদ্যোগে এই পোশাক কিছুটা হলেও আপনাদের আনন্দ দেবে।'

জয়িতা সাফিনা আনজুম জনি বলেন, 'আজ আপনারা পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করছেন। এতে আপনাদের মনের মধ্যে যে দুঃখ কাজ করছে, তাতে আমরাও দুঃখিত। আপনারা সংশোধিত হয়ে নতুন ও সুন্দর একটি জীবন গড়ে তুলবেন, এটা আমাদের প্রত্যাশা।'