পটুয়াখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার চানমিয়া নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ ডাকাতিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানানা, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান যায়। এ সময় চানমিয়া তার দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে চান মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন