পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

শিশু ফোরকান। ছবি: সংগৃহীত

শিশু ফোরকান। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে ফোরকান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফোরকান ওই এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন জানায়, বুধবার বিকেল ৪টার দিকে ফোরকান বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল। এ সময় বল পুকুরের পানিতে পড়ে। ফোরকান সবার অজান্তে ওই বল আনতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় খবর দেয়। এর প্রায় দুইঘণ্টা পর বাড়ির পেছনের পুকুরে লাশ ভেসে ওঠে।

পীরগাছা থানার উপ-পরিদর্শক প্রলয় কুমার বর্মা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন