ছেঁড়া গেঞ্জি বিক্রি, ইজি শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার ইজি ফ্যাশন শোরুম। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

কুষ্টিয়ার ইজি ফ্যাশন শোরুম। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছেঁড়া গেঞ্জি বিক্রি করার অপরাধে কুষ্টিয়ায় ইজি ফ্যাশন শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকালে শহরের এনএস রোডের শোরুমে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি ওই জরিমানা করেন।

বিজ্ঞাপন

এ সময় দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এস এম কাদেরী শাকিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, তহিদুল ইসলাম নামে এক ব্যক্তি গত ২ জুন ইজি ফ্যাশনের ওই শোরুম থেকে একটি গেঞ্জি ক্রয় করেন এবং বাসায় গিয়ে গেঞ্জিটি ছেঁড়া দেখতে পান। পরে ওই প্রতিষ্ঠানে হাজির হয়ে ছেঁড়া গেঞ্জি ফেরত নিতে বলেন। কিন্তু তারা সেটি ফেরত নেয়নি।

বিজ্ঞাপন

এরপর ১৬ জুন তহিদুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া বরাবর একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শুনানি হয়। তিনবার শুনানি শেষে সোমবার ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া ওই ছেঁড়া গেঞ্জির স্থলে সমমূল্যের একটি গেঞ্জি অথবা ক্রয়কৃত গেঞ্জির মূল্য পরিশোধের আদেশ দেয়া হয়।