কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক মামলায় লালন উদ্দিন (৩৬) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

রোববার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি লালন উদ্দিন দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ই নভেম্বর রাতে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ৪৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ লালনকে আটক করে পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ লালনের বিরুদ্ধে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ১১ই জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, লালন উদ্দিন ফেনসিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ রায় ঘোষণা করেন আদালত।