নেত্রকোনায় বইপ্রেমীদের জন্য ভ্রাম্যমাণ লাইব্রেরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে নেত্রকোনায় ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এ ভ্রাম্যমাণ লাইব্রেরিটি জেলার ৩৮টি পয়েন্টে কার্যক্রম পরিচালনা করবেন লাইব্রেরিয়ান শিল্পী দাস।

বিজ্ঞাপন

রোববার (৪ আগস্ট) দুপুরে লাইব্রেরিয়ান শিল্পী দাস বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/04/1564918188741.jpg

তিনি বলেন, ‘লাইব্রেরিটির উদ্বোধন উপলক্ষে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মতীন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে সুন্দর সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।’

তিনি আরও বলেন, ‘লাইব্রেরিটি স্কুল-কলেজ ও জনগুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিলে সহজে বিভিন্ন কবি, সাহিত্যিক ও মনীষীদের বই পড়তে পারবে বইপ্রেমীরা।’

সপ্তাহে পাঁচদিন জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ জায়গায় লাইব্রেরির কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।