‘যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’
যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, ‘ইতোমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা।’
রোববার (৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর এ মতবিনময় সভার আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুস্থ জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে এক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, বাংলাদেশ হাস্কিং ও অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন চাউল মালিক সমিতির সদস্য ও মালিকরা।