হত্যার ১৮ দিন পর মাথা উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার হওয়া যুবক, ছবি: সংগৃহীত

গ্রেফতার হওয়া যুবক, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় নাসিমা খাতুন নামের এক নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ১৮ দিন পর আখের ক্ষেত থেকে খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নেহেরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোস্তাফিজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার রাতে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নেহেরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এরপর আসামি নেহেরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর মেথরপাড়ার একটি আখের ক্ষেত থেকে নিহত নাসিমা খাতুনের খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত নারী নাসিমার সঙ্গে পরকীয়া ছিল নেহেরুলের। তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই নাছিমাকে মাথা কেটে হত্যা করে নেহেরুল ও তার সহযোগীরা। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গত ১২ জুলাই রাতে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী নাসিমাকে অপহরণ করে মাথা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।