ইলেকট্রিক সুইচ বোর্ডের ভেতর ইয়াবা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া ব্যক্তি, ছবি: সংগৃহীত

আটক হওয়া ব্যক্তি, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ইলেকট্রিক সুইচ বোর্ডের ভেতর থেকে গোপনীয়ভাবে রাখা ২৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ (৪০)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হালিম জানান, বড়বাজার এলাকার হোটেল আল-মাসুদের ২৭ নং কক্ষে অভিযান পরিচালনা করে ইলেকট্রিক সুইচ বোর্ডের ভেতর কৌশলে রাখা ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মামুনুর রশিদকে আটক করা হয়।

আটককৃত মামুনুর রশিদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।