স্ত্রীর নামে করা ২ ভাতার কার্ড বাতিল, ইউপি সদস্যকে শোকজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউপি সদস্য শফিকুল ইসলামের স্ত্রী মোর্শেদা আক্তার নিলুফার নামে করা ভিজিডি ও মাতৃত্ব ভাতার কার্ড দুটি বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) ওই দুটি কার্ড বাতিল করার নির্দেশ দেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম। সেই সঙ্গে ইউপি সদস্য শফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশও দেন তিনি।

বিজ্ঞাপন

কেন্দুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকার কার্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনও স্যারের নির্দেশে সোমবার মোর্শেদা আক্তার নিলুফার নামে করা ভিজিডি ও মাতৃত্ব ভাতার কার্ড দুটি উদ্ধার করে তা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, কার্ড দুটি বাতিলসহ ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম তার স্ত্রী মোর্শেদা আক্তার নিলুফাকে একজন ভিজিডি (২০১৯-২০২০ অর্থবছর) কার্ডধারী হিসেবে তালিকাভুক্ত করেন। একই অর্থবছরে ওই ইউপি সদস্যের স্ত্রী মাতৃত্বকালীন ভাতারও আওতাভুক্ত হন।

আরও পড়ুন: ইউপি সদস্যের স্ত্রীর নামে ভিজিডি ও মাতৃত্ব ভাতার কার্ড!