পুলিশি সেবার নামে অর্থ নিলে আইনগত ব্যবস্থা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

নেত্রকোনার নবাগত পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেছেন, `পুলিশি সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে কোনো টাকা নেয়া এবং তাদের হয়রানি করা চলবে না। থানায় সাধারণ ডায়েরি করা থেকে শুরু করে পুলিশের সকল সেবাই বিনা টাকায় প্রদান করা হবে। এছাড়া যদি কোনো পুলিশ সদস্য অনিয়ম করে বা সেবার নামে অর্থ নেন, তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

সোমবার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক মুখলেছুর রহমান খান, সঞ্জয় সরকার ও কামাল হোসাইন প্রমুখ।