'তিস্তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ভারতের তিস্তার পানি দিয়ে মানুষকে ডুবে মারছে, আবার খরস্রোতের সময় পানি আটকে রেখে শুকিয়ে মরুভূমি করে ফেলেছে। তবুও তিস্তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, এই সরকার এসব নিয়ে ভাবে না।' 

শনিবার (২৭ জুলাই) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার-২ বাঁধে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564226922621.jpg

 

তিনি আরও বলেন, 'তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে লংমার্চ করেছে বিএনপি। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি'র কর্মসূচি চলছে। আমরা সারাদেশে সমাবেশ করছি। আন্দোলন করে তো তাকে মুক্ত করা যাবে না।' 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/27/1564227128202.jpg

 

বন্যায় পানিবন্দি ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপি। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল, রোকন উদ্দিন বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি'র পক্ষ থেকে লালমনিরহাটে দুইটি স্থানে মোট এক হাজার ২০০  পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে কুড়িগ্রাম জেলায় ত্রাণ বিতরণ করতে যান তিনি।