ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লালমনিরহাটের উপ-নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা। চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড শূন্য হওয়ায় সাধারণ সদস্য (মেম্বার) পদে অনুষ্ঠিত হচ্ছে এই উপ-নির্বাচন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে প্রথম বারের মতো ইভিএমের ব্যবহার করা হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর পরেই ইভিএমের ফলাফল ঘোষণা হবে।

বিজ্ঞাপন

ভোটাররা জানান, শুরুতে ইভিএম নিয়ে প্রার্থীসহ জনসাধারণের মধ্যে শঙ্কা থাকলেও ভোট দেয়ার পর সেটা আর কাজ করছে না।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564045538000.jpg
 ইভিএম পদ্ধতিতে ভোট দেয়া অত্যন্ত সহজ বলে জানান ভোটাররা

 

ভোটার আনোয়ারা বেগম বলেন, 'আমি প্রথমে ইভিএমে ভোট দেয়া নিয়ে শঙ্কিত ছিলাম। কি ভাবে ভোট দিব তা আমি জানতাম না। তবে ইভিএমে ভোট দিয়ে আমি স্বস্তিবোধ করছি। কারণ সহজেই ইভিএমে ভোট দেয়া যায়।' 

কলেজ ছাত্রী মুক্তিমা আক্তার ও আসমা বেগম বলেন, 'আমরা প্রথম বার ইভিএমে ভোট দিতে পেরে খুব খুশি। কারণ এই পদ্ধতিতে ভোট দেয়া অত্যন্ত সহজ। এতে কোন ধরণের সমস্যা কিংবা দুর্নীতির হওয়ার সম্ভাবনা নেই।'

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/25/1564045644102.jpg
ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় 

 

উপজেলা রিটার্নিং অফিসার ফারুক আহম্মেদ বলেন, 'প্রথম বারের মতো ইভিএমের ব্যবহার করা হচ্ছে। ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যাদের ভোট দিতে সমস্যা হচ্ছে আমাদের কর্মকর্তারা তাদের সহযোগিতা করছে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে ঘটনাস্থলে সুষ্ঠু বিচার নিশ্চিত করাসহ ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে।' 

এদিকে লালমনিরহাট আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের শূন্য আসনের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে ব্যালট পেপারে।