লালমনিরহাটে বৈদ্যুতিক শট সার্কিটে বসতবাড়ি পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে ৮টি পরিবারের বসত ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আগুনে ৮টি পরিবারের বসত ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট সদর উপজেলার টিএনটি এলাকায় বৈদ্যুতিক শট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৮টি পরিবারের বসত ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার(২২ জুলাই) বেলা ১২টার দিকে সদর উপজেলার টিএনটি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/22/1563785517269.jpg
ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় 

 

স্থানীয় সূত্রে জানা যায়, আমনুর ইসলামের ঘরের ভিতরে থাকা টিভি থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান বাড়িতে ছড়িয়ে যায়। অল্প সময়ের মধ্যে  আগুন ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনে ৮টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/22/1563785531389.jpg
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি

 

ক্ষতিগ্রস্তরা হলেন, আমিনুর ইসলাম,আয়ুব আলী, এরাশাদ আলী, মিঠু, লিখন, মানিক মিয়া, পেয়ারী বেগম ও রুবেল মিয়া। এরা সবাই সবাই সদর ও গ্রামের বাসিন্দা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসক আবু জাফর ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ প্রদান করেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/22/1563785544794.jpg
ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে

 

লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সেলিম বলেন, 'ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।'