ফরিদপুরের সালথায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নিহত কৃষকের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে নিহত কৃষকের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফরিদপুরের সালথায় জাহাঙ্গীর হোসেন (৩৩) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জালালপুর বনগ্রাম মাঠের একটি পুকুর পাড়ের নিমগাছ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত কৃষক গট্টি ইউনিয়নের বড়লক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুস ছালাম মাতুব্বারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জালালপুর বনগ্রাম মাঠে কৃষকরা পাট কাটতে গিয়ে পুকুর পাড়ে নিমগাছের সাথে জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে গলা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জাহাঙ্গীরের স্ত্রী রুমা বেগম বিদেশে থাকেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। সন্তানেরা নানার বাড়িতে থাকেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, 'জালালপুর বনগ্রাম মাঠের একটি পুকুর পাড়ে নিমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'