ফরিদপুরে বন্যায় ২৬ স্কুল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুর সদর ও চরভদ্রাসনে ১৪টি এবং সদরপুরে ১২টি  বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফরিদপুর সদর ও চরভদ্রাসনে ১৪টি এবং সদরপুরে ১২টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (২১ জুলাই) থেকে ফরিদপুরের বন্যা কবলিত তিনটি উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/21/1563723952612.jpg
সদরপুরে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, 'ফরিদপুর সদর ও চরভদ্রাসনে ১৪টি এবং সদরপুরে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সদরপুরে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে।' 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/21/1563724007023.jpg
গত ২৪ ঘণ্টায় নদীর পানি আরও ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে

 

গোয়ালন্দ পয়েন্টের গেজ রিডার ইদ্রিস আলী বলেন, 'গত ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার (৯ দশমিক ৩৩) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।'

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/21/1563724046748.jpg
 জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে 

 

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, 'ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার পদ্মাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যার প্রকট রূপ ফরিদপুরে ধারণ করেনি। তারপরও যেটুকু কবলিত হয়েছে এবং যেসকল এলাকার মানুষ  বন্যা কবলিত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ত্রাণ সামগ্রীসহ সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে।'