রিফাত হত্যা মামলার ৬ নম্বর আসামি গ্রেফতার
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ৬ নম্বর আসামি মো. আল কাউয়ূম রাব্বি আকনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে কোন স্থান থেকে রাব্বি আকনকে গ্রেফতার করা হয়েছে, তা তদন্তের স্বার্থে জানায়নি পুলিশ।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বার্তাটোয়েন্টেফোরকে রাব্বির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাব্বিকে গ্রেফতারের মধ্য দিয়ে এ পর্যন্ত রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত ৭ জন ও জড়িতসন্দেহে ৭ জনসহ মোট ১৪ আসামি গ্রেফতার করা হলো। বহুল আলোচিত এ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি নয়ন বন্ড ২ জুন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।