রিফাত হত্যা: ৩ দিনের রিমান্ডে রাতুল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: বার্তা২৪.কম

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: বার্তা২৪.কম

বরগুনার রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত রাতুল সিকদারের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিফাত শরীফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বন্ড বাহিনীর সদস্য রাতুল সিকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এরপর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে বরগুনার পৌর শহরে অভিযান চালিয়ে রাতুলকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে গত ২ জুন প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে হত্যা করে নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ তার সহযোগীরা। স্ত্রীর সামনে প্রকাশ্যে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন:রিফাত হত্যা মামলায় জড়িত সন্দেহে আরো একজন আটক