রিফাত হত্যাকাণ্ড

বন্ড বাহিনীর সদস্য আরিয়ানের ৫ দিনের রিমান্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

রিফাত শরীফ ও আরিয়ান শ্রাবন, ছবি: সংগৃহীত

রিফাত শরীফ ও আরিয়ান শ্রাবন, ছবি: সংগৃহীত

বরগুনার রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত আরিয়ান শ্রাবনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বন্ড বাহিনীর সদস্য আরিয়ান হোসেন শ্রাবনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে, আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।'

এর আগে রোববার রাতে বরগুনার পৌর শহরে অভিযান চালিয়ে শ্রাবনকে আটক করে পুলিশ। এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে প্রধান আসামী নয়ন বন্ড বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত এজাহারভূক্ত তিনজনসহ ছয় জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রেফতার আরিয়ান শ্রাবণ বরগুনা পৌর শহরের গোলাম সরোয়ার রোডের ইউনুস সোহাগের ছেলে।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা দিনে দুপুরে রিফাতকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড,রিফাত ফরাজী,রিশান ফরাজীসহ তারে সহযোগীরা। এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।