রিফাত হত্যাকাণ্ড
৭ দিনের রিমান্ডে রিফাত ফরাজী
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার (ওসি তদন্ত) হুমায়ুন কবির বার্তা২৪.কম-কে জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে আজ বিকেল ৪টায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রিফাত হত্যা: রিফাত ফরাজী গ্রেফতার