বেতন ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

পৌরসভার সামনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান,  ছবি: বার্তা২৪.কম

পৌরসভার সামনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান, ছবি: বার্তা২৪.কম

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবিতে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১ জুলাই) সকাল থেকে দুর্গাপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে এই কর্মসূচি শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

কর্মসূচিতে দুর্গাপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নওশাদ আলম, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ অন্যরা অবস্থান নেন। তারা পৌরসভার সামনে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।

বক্তারা বলেন, 'আমরা পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করি। তারপরও আমরা অবহেলিত।'

এ সময় তারা অচিরেই সরকারী কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন তারা। এর আগে পৌরসভার সামনে দাবী আদায়ের লক্ষ্যে তারা বিক্ষোভ করেন।