বিষ দিয়ে ফিশারি পুকুরের মাছ নিধনের অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা,
  • |
  • Font increase
  • Font Decrease

বিষ দিয়ে মেরে ফেলা হয় মাছ, ছবি: বার্তা২৪

বিষ দিয়ে মেরে ফেলা হয় মাছ, ছবি: বার্তা২৪

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফিশারি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত ফিশারি মালিক আনিছুর রহমানের।

খবর পেয়ে বুধবার (২৬ জুন) দুপুরে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৫ জুন) রাতের যেকোনো সময় উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওই পুকুরটিতে বিষ দিয়ে মাছ নিধন করে দুর্বৃত্তরা।

পুকুরের মালিক আনিছুর রহমান বলেন, ৪০ শতক পুকুরে কৈ মাছের চাষ করেছিলাম। অল্প দিনের মধ্যেই মাছগুলো বিক্রি করার উপযোগী হতো। কিন্তু বুধবার (২৬ জুন) ভোর বেলায় পুকুর পাড়ে গিয়ে দেখি মাছগুলো মরে ভেসে উঠছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ জাতীয় কিছু দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। এতে আমার ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলেও তিনি জানান।

নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান জানান, ঘটনাটি দুঃখজনক। থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।