নেত্রকোনায় নড়বড়ে রেলসেতু, দুর্ঘটনার আশঙ্কা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

কংশ নদীর উপর নির্মিত নড়বড়ে রেলসেতু। ছবি: বার্তা২৪.কম

কংশ নদীর উপর নির্মিত নড়বড়ে রেলসেতু। ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় নড়বড়ে হয়ে পড়েছে দুটি রেলসেতু। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ওই দুই রেলসেতুর উপর দিয়েই চলছে ট্রেন। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

জানা গেছে, জেলার সদর উপজেলার ঠাকুরাকোণা নামক স্থানে কংশ নদীর উপর নির্মিত রেলসেতুটি স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়। পরে সে সময় তা মেরামত করা হলেও গত ৪০ বছর ধরে চলছে নড়বড়ে অবস্থাতেই।

বিজ্ঞাপন

এছাড়া মোহনগঞ্জ রেলসেতুতে ফাটল দেখা দিয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/26/1561542229254.jpg

বর্তমানে রেল পারাপারের সময় সেতুগুলোতে কম্পনের সৃষ্টি হওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

স্থানীয় কদমদেওলী গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রেলসেতু দুটি। কিছুদিন আগে রেল লাইন সংস্কার হলেও রেলসেতুটি সংস্কার করেনি কর্তৃপক্ষ। ফলে যেকোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা ইমন আহমেদ জানান, সেতু দিয়ে ট্রেন যাওয়ার সময় কাঁপতে থাকে। এতে ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।

এ বিষয়ে নেত্রকোনার বড় স্টেশনের মাস্টার রফিক উদ্দিন বলেন, ‘সেতু নির্মাণ ও সংস্কার করার বিষয়টি দেখার দায়িত্ব রেলের প্রকৌশল বিভাগের। আমরা শুধু পরিবহন সেক্টর দেখি। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।’