চট্টগ্রামে ভুয়া এনএসআই সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

আটক আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

আটক আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নাম ব্যবহার করা এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে এনএসআইয়ের ওই ভুয়া সদস্য আব্দুল মান্নানকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক আব্দুল মান্নান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর এলাকার রবিউল আলমের ছেলে।

জানা গেছে, আজ বেলা সোয়া ১১টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে প্রবেশ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে আব্দুল মান্নানের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্দুল মান্নান ওয়ার্ডে প্রবেশের ক্ষেত্রে নিজেকে এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দেন। পরবর্তীতে ওই পুলিশ সদস্য আব্দুল মান্নানের দেওয়া এনএসআইয়ের পরিচয় ভুয়া বলে শনাক্ত করেন। পরে দুপুরের দিকে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সংশ্লিষ্ট পাঁচলাইশ থানায় পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।