বাগানবাড়ির জমি নিয়ে বিরোধ, হামলায় চাচা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাগানবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা এএম কুতুব উদ্দিন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের সালতী ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত এএম কুতুব উদ্দিন ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের ভাতিজা নাসির উদ্দিন মাহমুদ জানান, বাগন বাড়ি নিয়ে চাচা কুতুব উদ্দিনের ভাই শামছুদ্দিনের ছেলে আজিজুল হক, মোজাম্মেল হক ও আরেক ভাই মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুস সাত্তারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে চাচা কুতুব উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার সময় পেছন থেকে ভাতিজা আজিজুল হক ও তাদের লোকজন হামলা চালায়। এ সময় তারা লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

এতে আশঙ্কাজনক অবস্থায় কুতুব উদ্দিনকে উদ্ধার করে এলাকাবাসী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পথিমধ্যেই কুতুব উদ্দিন মারা যান।

নেত্রকোনা সদর সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।