মাম পানিতে ময়লা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মাম ড্রিংকিং ওয়াটারের দুই লিটারের বোতলে ময়লা পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে কোম্পানির বিক্রয় প্রতিনিধি শাকিল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ বাজারের ভোক্তা গাজী মো. নাছির উদ্দিন জানান, তিনি দুই লিটার মাম পানির বোতল ক্রয় করে দেখেন এর ভেতরে নারিকেলের পচা ফুলসহ অনেক ময়লা রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মাম পানির ডিলার ও বিক্রয় প্রতিনিধি শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শাকিলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।