ঈদে ৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: বার্তা২৪.কম

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: বার্তা২৪.কম

আগামী ১ জুন থেকে টানা ৯ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। ওই সময়ে বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা।

বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল-ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিন এ বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, ভুটানের সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ বন্দর দিয়ে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা বার্তা২৪.কমকে জানান, ঈদ উপলক্ষে আগামী ১ জুন (শনিবার) থেকে ৯ জুন (রোববার) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন (সোমবার) থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু থাকবে।

বিজ্ঞাপন