ঈদকে ঘিরে কদর বেড়েছে ফেরিওয়ালাদের
রমজান মাসের শেষ মুহূর্তে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন পোশাক কেনার ধুম বেড়েছে। নারীরা সকাল থেকে রাত পর্যন্ত ঈদের নতুন পোশাক কিংবা কসমেটিকস কিনতে ছুটছেন বিভিন্ন শপিং মলে।
ঈদ উপলক্ষে পঞ্চগড়ের ৫ উপজেলায়ও জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে গ্রাম্য নারীরা ফেরিওয়ালাদের প্রতি বেশি আস্থা রাখছেন।
সরেজমিনে দেখা গেছে, গ্রাম্য অধিকাংশ নারী গৃহ ও কৃষি কাজে ব্যস্ত থাকার কারণে মার্কেটে যেতে পারছেন না। আর তাই ফেরিওয়ালাদের কাছ থেকেই কিনছেন পছন্দের কাপড় এবং বিভিন্ন প্রসাধনী। ফলে গ্রামে কদর বেড়েছে ফেরিওয়ালাদের।
গ্রাম্য এ ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রিপিস, বোরকা, থান কাপড়, তৈরিকৃত থ্রিপিস, পায়জামা, শিশুদের জামা, জুতা। এছাড়া পাওয়া যায় বিভিন্ন ধরনের কসমেটিকস যেমন- চুড়ি, কানের দুল, মালা, মেহেদি।
এ বিষয়ে আটোয়ারী উপজেলার বড়দাপ এলাকার কিশোরী আশা আক্তার মনি বলেন, ‘ব্যস্ততার কারণে আমাদের মার্কেটে যাওয়া হয় না। তাই বাড়িতে বসে ফেরিওয়ালাদের কাছ থেকে পছন্দের জিনিস কিনতে পেরে উপকার হচ্ছে।’
কাপড়ের ফেরিওয়ালা আদম বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কাপড় বিক্রি করি। কাপড় বিক্রির টাকায় আমার সংসার চলে। অন্য মাসের তুলনায় রমজান মাসে বিক্রি বেশি হয়।’
একই কথা জানালেন চুড়ি-ফিতার ফেরিওয়ালা আরিফুলও।