পঞ্চগড়ে আগুনে পুড়ে ২২ মাসের শিশুর মৃত্যু
উত্তরের জেলা পঞ্চগড়ে আগুনে পুড়ে রোজা মনি নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মে) সকাল সাড়ে ১০টার সময় জেলার সদর উপজেলাধীন শিতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোজা মনি ওই গ্রামের রমজান আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, রোববার সকালে রমজানের শয়ন ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। এতে ঘরের রক্ষিত টাকা, কাপড়, গয়নাসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, আগুন লাগার সাথে সাথে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে আগুন লাগার খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম এবং পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন রায় বার্তা২৪.কম-কে জানান, 'বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি। কিন্তু আমরা আসার পূর্বেই শিশুটি আগুনে পুড়ে মৃত্যু হয়।'
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু আক্কাস বার্তা২৪.কম-কে আগুনের পুড়ে শিশু রোজা মনি মৃত্যু ঘটনা নিশ্চিত করেছেন।