হিলিতে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দিনাজপুর (হিলি)
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া পণ্যের সঙ্গে বিজিবি, ছবি: সংগৃহীত

উদ্ধার হওয়া পণ্যের সঙ্গে বিজিবি, ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ যৌনউত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেননি তারা।

রোববার (২৬ মে) সকালে হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বার্তা২৪.কমকে জানান, ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে রোববার (২৬ মে) সকালের দিকে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ওই বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর ভারতীয় নিষিদ্ধ যৌনউত্তেজক ট্যাবলেট ৬৪ হাজার ৩২০ পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ট্যাবলেটের সিজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার ৬শ টাকা। মালামালগুলো হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন