লটারির মাধ্যমে হিলিতে ধান সংগ্রহ করা হবে
দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় চলতি ইরিবোরো মৌসুমে প্রান্তিক কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।
বাংলাহিলি সরকারী খাদ্যগুদাম কর্মকর্তা খলিলুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘ইতোমধ্যেই কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এবার এ উপজেলায় কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২১৫ মেট্রিকটন ধান কেনা হবে।
কৃষি বিভাগের সরবরাহকৃত ১৪ হাজার কৃষকের একটি তালিকা রয়েছে। আমরা তাদের কাছ থেকে লটারির মাধ্যমে ধান কিনব।
কৃষক আব্দুল মান্নান দাবি করে বার্তা২৪.কমকে, ‘হাকিমপুর উপজেলায় যে পরিমাণ ধান ক্রয় করা হবে, তা সামান্য।’
তিনি আরও বেশি ধান ক্রয়সহ দ্রুত লটারির মাধ্যমে ধান সংগ্রহ করার দাবি জানান। এতে পবিত্র ঈদুল ফিতরের পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ উপভোগ করতে পারতাম।