হাকিমপুর নাম পরিবর্তন করে হিলি করার দাবি

  • মোসলেম উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

হিলি রেলস্টেশন। ছবি: বার্তা২৪.কম

হিলি রেলস্টেশন। ছবি: বার্তা২৪.কম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নাম পরিবর্তন করে হিলি করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

অনুসন্ধানে দেখা গেছে, হাকিমপুর উপজেলার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানগুলো হিলি নামে নামকরণ করা আছে। যেমন- হিলি পানামা পোর্ট, হিলি কাস্টমস, হিলি ইমিগ্রেশন, হিলি শুল্ক স্টেশন, হিলি চেকপোস্ট, হিলি এলএসডি গোডাউন, হিলি রেলস্টেশন, বাংলা হিলি পোস্ট অফিস।

বিজ্ঞাপন

আর হাকিমপুর নামে আছে- হাকিমপুর থানা, হাকিমপুর উপজেলা পরিষদ, হাকিমপুর (হিলি) পৌরসভা, হাকিমপুর (হিলি) আনসার ব্যাটালিয়ন, হাকিমপুর (হিলি) সার্কেল।

সম্প্রতি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেন, ‘হাকিমপুর উপজেলার নাম পরিবর্তন করে হিলি উপজেলা নামকরণ করলে কেমন হয়?’ এই স্ট্যাটাসে অনেকেই সহমত পোষণ করেছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/26/1558851466869.jpg

স্থানীয় সততা বাণিজ্যলয়ের মালিক বাবুল হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘হিলি নামের একটা ব্যাপক পরিচিতি রয়েছে। আমরা ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় যাই। কিন্তু দুঃখের বিষয় হাকিমপুর উপজেলার নাম বললে কেউ চিনতে পারে না। আবার হিলি বললে এক নামে সবাই চিনে।’

হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বার্তা২৪.কমকে বলেন, ‘হাকিমপুর উপজেলাবাসীর সুবিধার্থে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মহলে এ বিষয়ে আলোচনা হয়েছে। ঈদের পর উপজেলার সুধীজনদের সম্মতিক্রমে হাকিমপুর নাম পরিবর্তনের কার্যক্রম শুরু করব।’

এ বিষয়ে হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বার্তা২৪.কমকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই পদক্ষেপের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি আশাবাদী হাকিমপুরের নাম পরিবর্তন হয়ে হিলি করলে উপজেলাবাসীর অনেক উপকার হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/26/1558851497419.jpg

হাকিমপুর উপজেলার ১ নং খট্রা মাধবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছার রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘নাম পরিবর্তনের বিষয়টি উপজেলা চেয়ারম্যান আমাকে বলেছেন। আমি তার উদ্যোগকে সম্মতি জানিয়েছি। বাংলাদেশের কোথাও গিয়ে হাকিমপুর বললে চিনতে পারে না। কিন্তু হিলি বললে একনামে চিনতে পারে।’

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন বলেন, ‘হাকিমপুর নামের কারণে উপজেলাবাসী অনেকটা পিছিয়ে। আমি আশাবাদী পুরো উপজেলা হিলি নামকরণ হলে সরকারি-বেসরকারি সকল সুবিধা ভোগ করতে পারবে স্থানীয়রা।’