পঞ্চগড়ে ১মণ ধানেও মিলছে না ১ কেজি মাংস

  • মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ধান বেঁধে বিক্রির জন্য আলাদা করে রাখা হচ্ছে, ছবি: বার্তা২৪

ধান বেঁধে বিক্রির জন্য আলাদা করে রাখা হচ্ছে, ছবি: বার্তা২৪

উত্তরের জেলা পঞ্চগড়ে এবার বোরো মৌসুমে অন্যান্য বছরের তুলনায় ধানের বাম্পার ফলন হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় দিন অতিবাহিত করছেন সাধারণ কৃষকরা৷ সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়ায় অনেক কৃষক কম দামেই ধান বিক্রি করেছেন। তাদের দাবি, যেই টাকায় এক মণ ধান বিক্রি করছেন সেই টাকায় এক কেজি মাংস কেনাও সম্ভব না।

বোরো মৌসুমে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিগত বছরের তুলনায় এবার প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই কম হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে৷ কিন্তু ধানের ভাল ফলন ও বাড়তি উৎপাদন পেয়েও কৃষকদের মুখে হাসির বিপরীতে আজ হতাশার চিত্র৷ উৎপাদনে অধিক ব্যয় ও ধানের বিক্রয় মূল্য কম হওয়াও হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছে জেলার হাজার হাজার কৃষক।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/22/1558526106930.jpg
ধান শুকিয়ে বিক্রির জন্য তৈরি করা হচ্ছে, ছবি: বার্তা২৪

 

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকায় চাষের জমি যাদের বেশি আছে তারা ক্ষুদ্র কৃষকদের কাছে জমি বর্গা দিচ্ছেন। স্বল্প পুঁজি থাকায় ক্ষুদ্র কৃষকদের একমাত্র ভরসা ঋণ। তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ ও গ্রাম্য মহাজনের নিকট থেকে দাদন নিয়ে ধানের আবাদে ঝুঁকছেন। এবার ধানের দাম কম হওয়ায় ঋণ ও বর্গা নেয়া চাষিরা চরম বিপাকে পড়েছেন।

বিজ্ঞাপন

সরকার কৃষকদের ধানের উৎপাদন ব্যয়ের সঙ্গে মিল রেখে প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও পঞ্চগড়ে সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়নি। ফলে সাধারণ কৃষকরা পারিবারিক ও উৎপাদন ব্যয় মেটাতে নিম্ন দামে ধান বিক্রি করছেন। ভাল দামের আশায় ধান মজুদ রেখে দেয়া চাষিরাও ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে জেলার আটোয়ারী উপজেলার কৃষক নাজমুল হক জানান, 'ধানের মণ ৪৫০-৫০০ টাকা। ধান উৎপাদন খরচ তুলতে পারছি না ফলে অতিকষ্টে দিন কাটাতে হচ্ছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/22/1558526173962.jpg
ক্ষেত থেকে ধান সংগ্রহ করে মজুদ করছেন কৃষক, ছবি: বার্তা২৪

 

একই সমস্যায় পড়েছেন বোদা উপজেলার সাকোয়ার ক্ষুদ্র কৃষক রতন হোসেন। তিনি জানান, '১ মণ ধান বিক্রি করে ১ কেজি মাংস কিনে খেতে পারিনা। এতো টাকা খরচ করে ধান চাষে অনেক লোকসানে পড়েছি আমরা।’

পঞ্চগড়ের বিভিন্ন হাট-বাজারে দেখা যায়, ধানের মণ প্রতি ৪৫০-৫০০ দরে বিক্রি করছেন কৃষকরা। কৃষকদের দাবি ধান বিক্রি করে লাভ তো দূরের কথা খরচ তুলতেই হিমশিম খাচ্ছে। সরকারিভাবে ধান সংগ্রহ না হওয়া সেই সঙ্গে বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। কৃষকদের দাবি, মণ প্রতি ৮০০-৯০০ টাকায় ধান বিক্রি করলে তাদের উৎপাদন খরচটুকু তুলতে পারবেন।

এবিষয়ে, ধান পাইকারি ক্রেতা মজিবর রহমান জানান, এবার ধানের বাজার অনেক নিম্নমুখী, ধান দেখে দাম দিচ্ছি তবে গত বছর ধানের দাম ভালো থাকলেও এবার তা নেমে অনেক নিচে এসেছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/22/1558526228921.jpg
কৃষকের স্বপ্ন 'ধান', ছবি: বার্তা২৪

 

এ বিষয়ে জেলা কৃষি সস্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হানিফ জানান, এ বছর বোরো মৌসুমে পঞ্চগড় জেলার মোট ৫টি উপজেলায় প্রায় ৩৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে ধানের চাষাবাদ হয়েছে। তবে সরকারিভাবে শীঘ্রই ধান ক্রয় করবে সরকার৷