গ্রামে গ্রামে ঘুরে ইফতার বিক্রি

  • মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পঞ্চগড়, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইফতারের ফেরিওয়ালা আব্দুল আলিম, ছবি: বার্তা২৪.কম

ইফতারের ফেরিওয়ালা আব্দুল আলিম, ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা আব্দুল আলিম, পেশায় একজন ফেরিওয়ালা। গ্রামে গ্রামে ঘুরে ভ্যানগাড়িতে করে বিভিন্ন খাবার বিক্রি করেন। কিন্তু রমজানের শুরুতেই খাবার বিক্রি কমে যাওয়ায় তিনি ইফতারও বিক্রি করেন। পুরো রমজান মাস জুড়ে ইফতার বিক্রি করেই চলে তার সংসার।

সম্প্রতি আজিজনগরে গিয়ে দেখা গেছে, একটি ভ্যানগাড়িতে বিভিন্ন ইফতার সামগ্রী ও বিভিন্ন খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন আব্দুল আলিম। ভ্যানের চারপাশে শিশু ও গ্রামের মহিলা ইফতার সামগ্রী কিনছেন।

বিজ্ঞাপন

গ্রামে গ্রামে ঘুরে ইফতার বিক্রি

বেচা বিক্রির বিষয়ে জানতে চাইলে আব্দুল আলিম বার্তা২৪.কম-কে বলেন, ‘আমি কয়েক বছর ধরে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন খাবার পণ্য বিক্রি করি। কিন্তু রমজানের শুরু থেকেই ইফতার পণ্যের চাহিদা থাকায় আমি সেগুলো বিক্রি করি। এখান থেকে যা পাই সেটা দিয়েই সংসারের খরচ চালাই।’

বিজ্ঞাপন

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকার বাসিন্দা মহছিনা খাতুন বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা যারা বাজার থেকে ইফতার কিনতে পারি না, তারা আলিমের কাছ থেকে কিনি। সে ভ্যানে করে মুড়ি, ছোলা, বুন্দিয়া, বড়া, পিয়াজু, চপ, বেগুনী ও খেজুর বিক্রি করেন।’

গ্রামে গ্রামে ঘুরে ইফতার বিক্রি

আজিজনগর এলাকায় জুলহাস হোসেন নামে আরেক ক্রেতা বার্তা২৪.কম-কে বলেন, ‘বাজার দূরে হওয়ায় ও কৃষি কাজে ব্যস্ত থাকায় প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না। তাই আলিমের কাছ থেকেই ইফতার কিনি।’

আব্দুল আলিম বার্তা২৪.কম-কে বলেন, ‘রমজানে ইফতার সামগ্রীর চাহিদা থাকায় আমার বেচা-বিক্রি ভালো হয়। কাজের ব্যস্ততায় অনেক মানুষ বাজারে যেতে পারে না। তাই রমজানের শুরুতেই আমি ইফতার সামগ্রী রাখি।’

গ্রামে গ্রামে ঘুরে ইফতার বিক্রি

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বার্তা২৪.কম-কে বলেন, 'আলিম রমজান মাস আসলেই ইফতার সামগ্রী তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি করে। এতে গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন।'