ঝড়ে গাছ ভেঙে ঘরের উপরে, ঘুমন্ত কৃষকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি।

ফাইল ছবি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঝড়ে বসতঘরের উপর গাছ ভেঙে পড়ে হারেছ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যান। এর আগে ভোরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের উপর তালগাছ ভেঙে পড়ে মারাত্মক আহত হন তিনি।

বিজ্ঞাপন

নিহত কৃষক হারেছ মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত অফিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক হারেছ পার্শ্ববর্তী কাউরাট গ্রামে তার শ্বশুরবাড়িতে ধান কাটতে গিয়েছিলেন। ভোরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে ঘরের উপরে পড়ে। এ সময় ঘুমন্ত হারেছ মিয়া ঘরের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। পরে আহত হারেছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গাছটি অনেক পুরোনো ছিল। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।