হিলি স্থলবন্দরে আবারো আমদানি-রপ্তানি শুরু
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানির সকল কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৯ মে) হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার সার্নাল বার্তা২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। রোববার সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।
হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা ফিরোজ কবির বার্তা২৪.কমকে জানান, শনিবার বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। আজকেও স্বাভাবিক রয়েছে।