বাংলাবান্ধা স্থলবন্দরে দু‘দিন আমদানি-রফতানি বন্ধ

  • মোহাম্মদ রনি মিয়াজী,ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাবান্ধা স্থলবন্দর/ছবি: বার্তা২৪.কম

বাংলাবান্ধা স্থলবন্দর/ছবি: বার্তা২৪.কম

দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধায় সাপ্তাহিক ছুটি ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার থেকে টানা দুই দিন আমদানি-রফতানি বন্ধ রয়েছে।  

স্থলবন্দর সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য ১৭ মে শুক্রবার থেকে টানা দুই দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ । তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৯ মে (রোববার) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি চালু হবে বলে জানান বন্দর কর্তৃকপক্ষ ।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বার্তা২৪. কমকে জানান,' সাপ্তাহিক ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য আজ থেকে টানা দুই দিন সকল প্রকার আমদানি রফতানি বন্ধ  আছে তবে ইমিগ্রেশন সেবা স্বাভাবিক রয়েছে।